ধর্ষণ ও মারধরের অভিযোগে ডেমরা থানার মামলায় আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে জামিন দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শুনানি শেষে এ আদেশ দেন। এই মামলার বাদীকে কারাগারে বসেই বিয়ে করার পাঁচ দিনের মাথায় জামিন পেলেন নোবেল।
নোবেলের পক্ষে তার আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জামিন শুনানি করেন। তিনি জানিয়েছেন আদালত নোবেলকে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন।
এর আগে নোবেলের বিরুদ্ধে ইডেন কলেজের এক ছাত্রী ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী তরুণীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন নোবেল। মামলার পর গত ২০ মে তাকে গ্রেপ্তার করে পুলিশ, এবং সেদিনই তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, গত ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে নোবেল ও মামলার বাদী ইসরাত জাহান প্রিয়ার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় উভয় পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাক্ষীরা—নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূঁইয়া। জানা গেছে, এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা।
আজ জামিন শুনানিতে আদালতে জানানো হয়, দুই পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়েছে এবং বাদীর আর কোনো অভিযোগ নেই। বিচারক বাদীর কাছে সরাসরি জিজ্ঞেস করলে তিনি বলেন, “না স্যার, আমার কোনো আপত্তি নেই।” এরপর বিচারক এক হাজার টাকা বন্ডে নোবেলের জামিন মঞ্জুর করেন।
Leave a Reply